Home - HASAN IELTS BANGLAY

HASAN IELTS BANGLAY

man, bench, grass-1853961.jpg

কোর্সটা জিরো, মডারেট বা এডভান্স সবার জন্য। কোর্সের মেয়াদঃ ১ মাস+। মোট অনলাইন ক্লাস: ২০টি। প্রবলেম সলভিং ক্লাস থাকবে। সপ্তাহে দুই, তিন বা চার দিন (সুবিধামতো)। ক্লাস টাইম: সন্ধা ৭: ৩০। প্ল্যাটফর্ম: অনলাইন জুম জাপান থেকে। ক্লাস রেকর্ড : পাবেন। গ্রামার: নিয়ে খুব কার্যকরী আলোচনা হবে।  মক টেস্ট: পার্শিয়াল মক টেস্ট। এক্সসাইজ ও হোমওয়ার্ক : ব্যান্ড ৯ লেভেল। পড়াবো: ক্যামব্রিজ ১০-১৮ এবং লিজ আইএলটিএস। টিপস ও ট্রিকস নিয়ে নোটস ও লেকচার দেয়া হবে। এছড়া, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওয়ার্ড লিস্ট পাবেন। কোর্স ফি: ৯৯৯ টাকা। এডমিশন নিতে: WhatsApp text: +8801619-392803 +818061875129 (জাপানি)।

whatsapp, icon, communication-2317207.jpg

আমার কিছু কথা

IELTS পরীক্ষা এসএসসি , এইসএসসি কিংবা ভার্সিটি ভর্তি পরীক্ষার মতো কঠিন কিছু না। এটা শুধুমাত্র একটা ভাষার দক্ষতা যাচাই। অনেকেই  অহেতুক এই পরীক্ষাটাকে কঠিন হিসেবে উপস্থাপন করে স্টুডেন্টদের সামনে৷ কিন্তু সত্যি বলতে এটি বেশ  আনন্দদায়ক এবং সহজ একটা বিষয় ।

IELTS, বিশ্বের একটি প্রমুখ ইংরেজি ভাষা পরীক্ষা যা অনেকে বিদেশে পড়াশোনার সময় বা চাকুরির জন্য প্রস্তুতির জন্য করেন। এই পরীক্ষার মাধ্যমে সাধারণত ব্যক্তির ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা মূল্যায়ন করা হয়।

IELTS এই শব্দটা শুনলেই অনেকের গলা শুকিয়ে আসে, অনেকে ভয়ে বিদেশে যাবার স্বপ্ন বিসর্জন দেয়, অনেকে আবার কোচিং সেন্টার পর্যন্ত যেয়েই থেমে যায়।

এমনও দেখা গিয়েছে যে, বাংলাদেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের থেকে পাস করে IELTS দিয়ে বিদেশ যেতে পারেনি । আবার অনেকেই খুব সাধারন ইউনিভার্সিটি থেকে পাশ করে পরিকল্পনামাফিক লেখাপড়া করে ভালো ফলাফল করে বিদেশে পাড়ি দিয়েছে । এর পেছনে সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন তা হল IELTS কে মন থেকে গ্রহন করা। IELTS শুধুমাত্র ইংরেজি ভাষা জানা নয়, এটা একটা টেকনিক। সুতরাং আপনাকে প্রথমে ইংলিশে পারদর্শী হতে হবে।  এরপর বাকি সবকিছু আস্তে’ আস্তে ঠিক হয়ে যাবে।

আমরা অনেকেই মনে করি আমি খুব ভালো গ্রামার পারি আমার IELTS নিয়ে না ভাবলেও চলবে। কিন্তু বাস্তবতা হলো আমাদের বিভিন্ন পরিস্থিতিতে ব্যাবহৃত Tense, Parts of speech, words, phrases জানতে হবে, সেগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত হতে হবে।

উদাহরণ, এমন একটা বাক্য কল্পনা করলেন যেটা বাস্তব জীবনে আপনি ব্যাবহার করেন । এরপর আপনি তার ইংরেজি ট্রান্সলেশন খুঁজে বের করার চেষ্টা করুন। যেমন, তুমি দৌড়ালেও ট্রেনটি ধরতে সক্ষম হবে না। এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি: Even if you run, you will not be able to catch the train। এখানে even if একটা key word হিসেবে কাজ করেছে।

একজন IELTS ক্যান্ডিডেট হিসেবে আপনার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনামাফিক চললে আপনার জন্য IELTS বেশ সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।  শুভ কামনা রইলো।

icon, facebook icon, facebook-1392947.jpg

BATCH No: 11, STUDENTS: 300, YEAR: 2023

facebook, tiktok, mouse cursor-76536.jpg

IELTS Instructor: Hasan Sir. BBA & MBA, University of Dhaka, Bangladesh. MS, RU, Japan. BT, Pune, India. YouTube: IELTS up Banglay, 10 Minute IELTS school Bangla and IELTS school Bangla. FB Page: Hasan IELTS Banglay & group: IELTS preparation Daily

2,549 thoughts on “Home”